The first person in the chat list also goes to the block list. The person on the first call list also goes to the blacklist someday.
The person who was searched and cared for by three times rules... Even after years, you never know how the person is.
I used to talk to the person for hours a day, with whom I could not sleep at night if I did not talk... Even by mistake, his number is never raised on dial call.
If I didn't see the person, there would be wailing inside my heart, there would be zero everywhere... That person's face also becomes blurred at some time. It can't be remembered the same even if you try.
Everything changes one day with time. Chat list, call list, favorite face all. Just the memories don't change. But someone keeps it on the left side of the chest with care forever. And someone blows it to the zero and starts everything again.
চ্যাট লিস্টের প্রথমে থাকা মানুষটাও একসময় চলে যায় ব্লক লিস্টে।
কল লিস্টের প্রথমে থাকা মানুষটাও কোন একদিন চলে যায় ব্লাক লিস্টে।
তিনবেলা নিয়ম করে যে মানুষটার খোঁজ নেয়া হতো,কেয়ার করা হতো.... বছরের পর বছর পেরিয়ে গেলেও কখনো জানা হয়না মানুষটা কেমন আছে।
দিনে চব্বিশ ঘন্টা কথা হতো যে মানুষটার সাথে,যার সাথে কথা না হলে রাতে ঘুম হতো না....ভুল করেও তার নাম্বারটা আর কখনো ডায়াল কলে উঠানো হয় না।
যে মানুষটাকে না দেখলে বুকের ভেতর হাহাকার করে উঠতো,চারিদিক শূণ্য শূণ্য লাগতো....সেই মানুষটার চেহারাটাও কোন এক সময় ঝাপসা হয়ে যায়।চেষ্টা করেও তা আর আগের মতো মনে করা যায় না।
আসলে সময়ের সাথে সাথে একদিন সবকিছুই বদলায়।চ্যাট লিস্ট,কল লিস্ট,প্রিয়মুখ সব।শুধু বদলায় না স্মৃতি।তবে কেউ তা যত্ন করে বুকের বাম পাশে আজীবন রেখে দেয়।আর কেউ তা শূণ্যে উড়িয়ে দিয়ে সবকিছু আবার নতুন করে শুরু করে।
No comments:
Post a Comment